• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

বিএসইসি চেয়ারম্যান মুক্ত হলেন যেভাবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
বিএসইসি চেয়ারম্যান মুক্ত হলেন যেভাবে
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা পর মুক্ত হয়েছেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় বিএসইসির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা বিএসইসি ভবন ত্যাগ করেন।

এ আগে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা-কর্মচারীরা। এসময় সাইফুর রহমানের আদেশ প্রত্যাহার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা গেছে কর্মকর্তা-কর্মচারীদের।

জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে তৈরি হয় চরম ক্ষোভ।

এদিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তারা বিক্ষোভ করেছেন।

কর্মকর্তাদের অভিযোগ, মাকসুদের নেতৃত্বে কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিক্ষোভে অংশ নিয়েছেন বিএসইসির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Link copied!