• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬

ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১০:২১ এএম
ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্যাথরিন ওয়েস্ট।

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। শনিবার (১৬ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসছেন তিনি।

ক্যাথরিন ওয়েস্ট শুভেচ্ছা সফরে ঢাকায় এলেও একাধিক বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে ভারত মহাসাগরীয় কৌশল ছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনীতি, অর্থনীতি, মৌলিক মানবাধিকারসহ দ্বিপক্ষীয় সম্পর্কের মৌলিক বিষয়বস্তু এবং সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পাবে।

সূত্র জানিয়েছে, ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেও তিনি মতবিনিময় করতে পারেন।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্যাথরিন ওয়েস্ট। ঢাকার কর্মকর্তাদের মতে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অত্যন্ত প্রভাবশালী নেতা ক্যাথরিনের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় তার আগমনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।

Link copied!