• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলার সময় বাড়ল দুই দিন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৯:৫২ পিএম
বইমেলার সময় বাড়ল দুই দিন

অমর একুশে বইমেলার সময় আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে। যার ফলে আগামী ২ মার্চ ‘অমর একুশে বইমেলা ২০২৪’ শেষ হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বৃদ্ধির বিষয়টি মেলার তথ্য কেন্দ্রের মাইকে ঘোষণা দেন।

কবি নুরুল হুদা তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে মেলার সময় দুই দিন বৃদ্ধি করা হয়েছে। তাই আগামী ১ মার্চ ও ২ মার্চ যথারীতিতে অমর একুশে বইমেলা চলবে।”

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২ দিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত বাড়াতে অনুরোধ জানায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এই অনুরোধ করে চিঠি পাঠিয়েছিলেন সমিতির সহসভাপতি শ্যামল পাল। তারই ১০ দিনের মাথায় দুই দিন বৃদ্ধি করা হলো অমর একুশে বইমেলা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!