রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৩। বুধবার (২২ মে) রাতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক হয়েছে।
আটকরা হলেন ফাহিম, লিমন ও আকুল। তারা সবাই জুতার কারখানায় কাজ করেন। আটক তিনজনের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই বাড়িটি ঘিরে রাখার বিষয়টি জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।
পরে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, “৮ থেকে ১০ দিন আগেই খবর পেয়েছি ওই বাড়িতে বোমা তৈরি হয়। জঙ্গিদের কাট আউট সিস্টেমেবোমা তৈরি করে। তবে ২-৩ দিন আগেই অভিযান চালিয়ে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি।”