• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০১:২৬ পিএম
রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, মৃত জামাল জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে। তিনি রাজধানীর সিপাহিবাগ ঝিলপাড় হাসমতের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-হাসান জানান, সিপাহিবাগ ঝিলপাড়ের হাসমতের টিনশেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়িতে যান। বাসায় একাই ছিলেন জামাল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখা যায়, রুমের ভেতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে জামালের মরদেহ। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জামালকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়। বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!