• ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাবি শিক্ষার্থীর গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ১২:৩২ পিএম
ঢাবি শিক্ষার্থীর গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পিনাক রঞ্জন সরকার (২৪) । রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে তার  লাশ উদ্ধার করা হয়।

ইউএনবি জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত পিনাক ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় সড়ক এলাকার বাসিন্দা রঞ্জন সরকারের সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

নিহতের রুমমেট জাহিদ হাসান বলেন, সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি, তার কোনো সাড়াশব্দ নাই। রুমের দরজাও বন্ধ, ভেতর থেকে লক করা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিলে কলাবাগান থানা পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

তিনি বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে, তা বলতে পারছি না। তবে মাসখানেক ধরে সে সম্ভবত ডিপ্রেশনে ছিল। সবসময় চুপচাপ থাকত, কারণ জানতে চাইলে কিছুই বলত না।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাতে ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকতেন পিনাক। এটা হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!