• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৮:৩৫ এএম
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। শনিবার (২২ জুলাই) বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে বলে জানা গেছে।

এ বিষয়ে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, “এই সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে।”

বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি করার জন্য পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা গত বৃহস্পতিবার জানান যুবদলের সভাপতি।

শুক্রবার (২১ জুলাই) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন বলেন, “দেশের অধিকারবঞ্চিত সব তরুণ এই সমাবেশে উপস্থিত হবেন। সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে।”

ইতিমধ্যে পাঁচটি তারুণ্যের সমাবেশ হয়েছে জানিয়ে যুবদলের সভাপতি জানান, এগুলো করার ক্ষেত্রে তারা প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। আজকের সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে গিয়েছিলেন। তিনি মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন।

সুলতান সালাউদ্দিন আরও জানান, বর্তমান সরকারের কারণে ৪ কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাদের অধিকারের জন্য তারা মাঠে নেমেছেন। তারা সেসব মেধাবী তরুণদের পক্ষে মাঠে নেমেছেন, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু দলীয় বিবেচনায়, আওয়ামী লীগ না করার কারণে চাকরির ভেরিফিকেশনে বাদ দেওয়া হচ্ছে।

Link copied!