• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

বিএনপির মহাসমাবেশ চলছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৩:৫৭ পিএম
বিএনপির মহাসমাবেশ চলছে

আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার কর্মী-সমর্থক।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এর আগে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় সকাল থেকেই দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা ১১টার মধ্যেই ভরে যায় সমাবেশস্থল। পরে নেতাকর্মীদের ভিড়ে আশপাশের মতিঝিল, কাকরাইল, মালিবাগ এলাকা ছাড়িয়ে যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!