বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, “দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টিই তাদের উদ্দেশ্য। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা সংবলিত রূপরেখা ঘোষণা করেছে, তা ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে।”
বৃহস্পতিবার (১৩ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘ক্লিনিক ভবন লিফটের দ্বিতীয়-গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প এখনো গড়ে উঠেনি জানিয়ে হাছান মাহমুদ বলেন, “গত বছর একবার এক দফা ঘোষণা করে বলেছিল যে, খালেদা জিয়া মুক্ত হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক রহমান উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। কীভাবে উড়ে আসবে, সেই ব্যাখ্যা দেয়নি। আমরা ধরে নিয়েছিলাম, সম্ভবত বোরাকে করে আসবেন। কিন্তু সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে।”
তিনি বলেন, “আবার খালেদা জিয়াকে মাঝেমধ্যে খুব অসুস্থ বানিয়ে, সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি। বরাবরের মতো তারা পুরোনো কথাই নতুন করে বলেছে। তবে একটি জিনিস অবশ্যই প্রণীধান যোগ্য তা হচ্ছে, তারা (বিএনপি) যে দাবি দিয়েছে, সেখানে সংসদ বিলুপ্ত করার কথা বলেছে। আমাদের সংবিধান অনুযায়ী, পরবর্তী সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। বিরোধীরা বিভিন্ন সময় সংসদ বিলুপ্ত করার দাবি করে। সেটা তারা করতেই পারে। সেই অধিকার তাদের আছে।”
তথ্যমন্ত্রী বলেন, “মার্কিন প্রতিনিধিদল সরকারের সকল কর্মকাণ্ড সন্তুষ্ট। বিএনপি যতই বিদেশি বন্ধুদের কাছে মাথানত করুক, সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফর বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ভূমিকা রাখবে।”
ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “তাদের এ সফর আমাদের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সহায়ক। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেও সহায়ক। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আগমন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক হবে। মার্কিন প্রতিনিধি দলের আগমন আমাদের সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।”