• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তান মার্কা দেশ চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৮:২৪ পিএম
পাকিস্তান মার্কা দেশ চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “বিএনপি আবার ঠেলাগাড়ির যুগে ফিরতে চায়। তারা পাকিস্তান মার্কা দেশ চায়। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করে।”

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটে ‘সন্ত্রাসী-সংগঠন বিএনপি জামায়াতের দেশ বিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাওয়াই বিএনপির মাথাব্যথার কারণ।”  

রাজাকার, আলবদররা আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধুকন্যাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায় বলে অভিযোগ করে তিনি আরও বলেন, “কারণ এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। তবে বিএনপি দেশে সন্ত্রাস কায়েম করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না।”

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলার হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “শুধু তা-ই নয়, পদ্মা সেতু ও মেট্রো রেল হয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদন এখন ২৫ হাজার মেগাওয়াট। শেখ হাসিনা দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।

Link copied!