দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এছাড়া আলোচনা সভা, দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
সোমবার (২১ আগস্ট) নয়াপল্টনে অনুষ্ঠিত যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপি। সেই লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী দলগুলো পুষ্পস্তবক অর্পণ করবে।
দিনব্যাপী বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন। আলোচনা সভার দিন ও স্থান পরে জানানো হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোস্টার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
একইভাবে সারা দেশের ইউনিটগুলোকে নিজ নিজ সুবিধা অনুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অনুরোধ করা হয়েছে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময় অনুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজকের যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।