নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে বিএনপি।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার দাবির ভিত্তিতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
ঢাকার বিভাগীয় গণসমাবেশে বিএনপি ঘোষণা দিয়েছিল, ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি পালন করবে তারা। কিন্তু ওই দিন রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল এক অনুষ্ঠানে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।