• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাধ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার হচ্ছেন বিএনপি নেতারা : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৪:৩১ পিএম
অপরাধ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার হচ্ছেন বিএনপি নেতারা : আইনমন্ত্রী
ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে।”

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপি কেন এসেছিলেন, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।”

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।”

বিএনপির সব বড় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো জবাব নেই।”

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, “তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি। অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।”

Link copied!