ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, “কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশেই ছিল সরকার। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নপথে নিয়েছে বিএনপি-জামায়াত।”
রোববার (২৮ জুলাই) রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, “স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দীর্ঘ একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এ সময়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসের রাজনীতি চালু করেছিল। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে।”
ধর্মমন্ত্রী বলেন, “২০১৪ সালেও তারা (বিএনপি-জামায়াত) দেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করে মানুষ হত্যা করেছে। এবারও তারা আগুনসন্ত্রাস করেছে, সরকারি স্থাপনায় আগুন দিয়েছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে।”
এসময় বিএনপি-জামায়াতকে অপশক্তি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার অনুরোধ জানান ধর্মমন্ত্রী।