বিএনপি বিরোধী দল নয়, তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন দল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা আর বিরোধী দল নয়, বিরোধী দল এখন জাতীয় পার্টি।”
বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা খ্রিষ্টান ধর্মের গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে। সে কথা দেশের মানুষ ভুলে যায়নি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকের বাংলাদেশ শতভাগ ডিজিটাল না হলেও আমরা বলতে পারি, ৮০ শতাংশ সাকসেসফুল।”
বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নও করেন।”