রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়ী করেছে বিএনপি। একই সঙ্গে এ ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক’ উল্লেখ করে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, “এটা সরকারের পুরোনো খেলার অংশ। সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। আগেও অগ্নিসন্ত্রাসের তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল। ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার একের পর এক ষড়যন্ত্র করে দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর।”
বিএনপি ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে’ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, যার আজ প্রথম দিন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও এ হরতাল চলবে বলে জানান রিজভী।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা–শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।