• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপিকে আ.লীগের মতো পাপমুক্ত রাজনীতি করার আহ্বান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৮:৪৩ পিএম
বিএনপিকে আ.লীগের মতো পাপমুক্ত রাজনীতি করার আহ্বান

বিএনপিকে রাজপথে আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা না করে আওয়ামী লীগের মতো পাপমুক্ত রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, “রাজনীতি করেন ভালো কাজ। কিন্তু পাপমুক্ত রাজনীতি করেন। যা আওয়ামী লীগ করছে। আমাদের কাছ থেকে রাজনীতির শিক্ষা নেন। যতদিন মারামারি, কাটাকাটি, জ্বালাও-পোড়াও করবেন, মানুষ হত্যা করবেন। ততদিন আপনারা ক্ষমতার মুখ দেখতে পারবেন না।”

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’ আয়োজিত ‘অবস্থান ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুর্নীতির অভিযোগে করা মামলার রায় উপলক্ষে সতর্ক অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আবু আহমেদ মন্নাফী বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মেনে চলি। অতএব আইনের যে গতি, আইন যা করবে, সেটাকে আমরা সম্মান করি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী লীগকে পরিচালনা করছি। মামলার রায় ঘোষণা আদালতই দেবেন। এতে আমাদের প্রতিক্রিয়ার কিছু নেই।”

পবিত্র আশুরার দিন (গত ২৯ জুলাই) বিএনপির পালিত কর্মসূচির সমালোচনা করে আবু আহমেদ মন্নাফী বলেন, “বিএনপির ভাইদের বলেছিলাম, ভাঙচুর বন্ধ করতে। কিন্তু দেখেন, আপনারা কতগুলো অন্যায় করেছেন। আশুরা মহররমের পবিত্র মাসে কোনো হারাম কাজ করা যাবে না। রাগ, মারামারি-কাটাকাটি করা যাবে না। কোনো অপরাধ করা যাবে না। এটা আল্লাহর, কোরআনের কথা। কিন্তু বিএনপির ভাইয়েরা, আপনারা তা-ই করলেন। আপনারা তো অন্যায়, গুনাহ করলেন। পাপের কাজ করলেন।”

তিনি বলেন, “আওয়ামী লীগ গুনাহর কাজ করে না। আওয়ামী লীগ মানুষের সেবায় বিশ্বাস করে। মানুষের খাদেম হিসেবে কাজ করে। আওয়ামী লীগ দেশ ও জাতির সেবক।”

Link copied!