বিদেশিদের কথাতে তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ করছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, “বিদেশিদের পছন্দমতো তাঁবেদার সরকার গঠন করতে চায় জামায়াত-বিএনপি। তাই তারা তফসিল প্রত্যাখ্যান করে হরতাল-অবরোধ করছে।”
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে গুলিস্তানে জাসদের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, “বিএনপি নির্বাচনে না এসে সন্ত্রাসী কার্যক্রম চালালে রাজনৈতিক মাঠ থেকে দেউলিয়া হয়ে যাবে।”
হাসানুল হক ইনু আরও বলেন, “জাসদ ১৪ দলীয় জোটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জোটের প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবে।”
এসময় দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি।