• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০ দফা ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০২:২৫ পিএম
১০ দফা ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ শুরু

যুগপৎ আন্দোলনের ১০ দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় এই সমাবেশ শুরু। ইতোমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছে নেতাকর্মীরা।

সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এ সময় দলের নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুতের দাম কমানোর স্লোগান দিতে দেখা যায়।  

এদিকে, বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

Link copied!