নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
রোববার (২০ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
আবদুস সালাম বলেন, “আমরা কোন সমাজে আছি, সব অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। দেশটা কি মগের মুলুকে পরিণত হয়েছে? সরকারকে পদত্যাগ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আরও বলেন, “বিএনপির অধিকাংশ নেতারা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগ ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে চেয়েছিল। তাদের সোনার ছেলেরা সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে।”
সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্যসচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।