• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য অধিদপ্তরে বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের হাতাহাতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৮:৫৩ এএম
স্বাস্থ্য অধিদপ্তরে বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের হাতাহাতি
স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ নিয়ে বিএনপি–সমর্থিত ড্যাব ও জামায়াত–সমর্থিত এনডিএফের চিকিৎসকেরা বিবাদে জড়িয়ে পড়েছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এ নিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিএনপি–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অন্যদিকে জামায়াত–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে একাধিক পরিচালকের পদে রদবদল হয়েছে। এর মধ্যে একটি পদে পদায়ন নিয়ে ড্যাব ও এনডিএফের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দুই পক্ষই পদটিতে নিজেদের লোক চায়। যাকে পদে বসানো হয়েছে, তাকে একটি পক্ষ মানছে না। সূত্র বলছে, বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত কী হয়েছে, তা জানা যায়নি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক রোবেদ আমিনকে বসানোর পর একই ধরনের ঘটনা হয়েছিল। চিকিৎসকদের একটি অংশ রোবেদ আমিনকে মেনে নেননি। রোবেদ আমিন মহাপরিচালকের পদে বসতে পারেননি।

 

Link copied!