একাধিক মামলার আসামি মোহাম্মদ বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছেন, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশনের সিরামিক রোডে চাপাতি ও ছুরি দিয়ে আঘাতের পর ইট দিয়ে থেঁতলিয়ে বাবুকে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নেন। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি বাবুর স্বজনদের।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাস জানান, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। বাবুর বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।