• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার প্রথম দিনেই সূচকের বড় পতন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০৩:৩৫ পিএম
ফ্লোর প্রাইস তুলে নেওয়ার প্রথম দিনেই সূচকের বড় পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো। ফাইল ফটো

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম লেনদেনের দিন রোববার (২১ জানুয়ারি) শুরুতেই বড় পতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই সূচকের ২১৪ পয়েন্ট পতন হয়েছে। এ সময় ২০৯টির শেয়ারের দাম কমে এবং ৭টি শেয়ারের দর বৃদ্ধি পায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২১৪ পয়েন্ট পতনের পর সূচক এসে দাঁড়িয়েছে ৬ হাজার ১২১ পয়েন্টে। পতন হয়েছে বাকি দুটি সূচক ডিএসইএস ও ডিএসই৩০-এরও। 

এ সময় ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৪১ পয়েন্ট কমে দুই হাজার ৮৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

এদিন প্রথম ১০ মিনিটে ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ৪৮ লাখ টাকা।

Link copied!