• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

রাজধানী ‘নিরাপদ’ রাখতে এবার মাঠে নামল বিজিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১১:৫১ এএম
রাজধানী ‘নিরাপদ’ রাখতে এবার মাঠে নামল বিজিবি
আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। ছবি : সংগৃহীত

রাজধানীতে নিরাপত্তা বলয় এবং জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে এবং সন্দেহজনক যানবাহন বা ব্যক্তির তল্লাশি করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ফুট পেট্রোলিংও চালানো হচ্ছে যাতে যেকোনো ধরনের নাশকতা ঠেকানো যায়।

এ বিষয়ে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, “রাজধানীকে নিরাপদ রাখতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা সন্দেহভাজন গাড়ি বা ব্যক্তি তল্লাশি করছি। আশা করছি, আমাদের কাজের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”

ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, “আমরা একসঙ্গে কাজ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে চাই। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের আশা।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!