বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় আহতেরা বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২১ আগস্ট) সকালে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম জানান, বিজিবি হাসপাতালে ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের সবাই ভালো আছে। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জানা গেছে, বিজিবি হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত ৪১ জন ভর্তি আছে। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য, বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।