• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

অপতৎপরতা রোধে সীমান্তে সতর্ক বিজিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:৪৫ পিএম
অপতৎপরতা রোধে সীমান্তে সতর্ক বিজিবি

দেশের সীমান্ত এলাকাকে লক্ষ্য করে ভারতীয়দের লংমার্চ এবং ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার পর সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবিকে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, দেশের সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

এদিকে ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার পর আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করার লক্ষ্যে বিজেপি প্রস্তুত রয়েছে। আখাউড়া সীমান্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Link copied!