বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া বা লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া সব কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল গণসমাবেশ করেছেন ১৬ কারখানার প্রায় ২৫ হাজার শ্রমিক।
বিশাল এই সমাবেশ থেকে কারখানা খুলে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তারা।