দুদকের কাছে সময় চাইলেন বেনজীরের স্ত্রী ও দুই কন্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৩:০৮ পিএম
দুদকের কাছে সময় চাইলেন বেনজীরের স্ত্রী ও দুই কন্যা
বেনজীর আহমেদ ও জীশান মীর্জা। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ১৫ দিনের সময় চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও তাদের দুই মেয়ে।

রোববার (৯ জুন) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানায়, তারা দুদকে হাজির হতে আরও ১৫ দিন সময় চেয়েছেন।

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।

এরপর গত ২৮ মে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠায় দুদক। গত বৃহস্পতিবার বেনজীর ও রোববার তার স্ত্রী ও মেয়েদের দুদকে তলব করা হয়।

পরে বেনজীরের পক্ষে তার আইনজীবী বুধবার ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছিল দুদক। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে স্ত্রী ও কন্যাদের নিয়ে তিনি দেশের বাইরে গেছেন।

এরও আগে গত ২৪ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজীর আহমেদ, তার স্ত্রী, দুই মেয়ে ও এক স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি ক্রোক বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজীর এবং তার স্ত্রী-সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ২৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট), চারটি ক্রেডিট কার্ড ও ছয়টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এরপর গত ২৬ মে একই আদালত বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার নামে থাকা মাদারীপুরে ২৭৬ বিঘা জমি এবং বেনজীর পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটও  জব্দের আদেশ দেন। একই দিন বেনজীর, তার স্ত্রী-সন্তানদের নামে থাকা ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
সূত্র : দ্য ডেইলি স্টার

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!