• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভাঙচুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ১২:০০ পিএম
মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভাঙচুর

রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সড়ক অবরোধ করেছে চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মোস্তাক আহমেদ। তিনি জানান, মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো রাস্তা ছাড়েনি।

জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে শতশত ব্যাটারিচালিত রিকশাচালক অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নিয়েছিলেন রিকশাচালকরা। পরে তারা সেখানে ভাঙচুর চালায়। পূরবী থেকে বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় এসে জড়ো হচ্ছেন এসব ব্যাটারিচালিত রিকশাচালক। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। 

Link copied!