• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:৪৪ এএম
অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার
ব্যারিস্টার তুরিন আফরোজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৭  নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে রাত ১০ থেকে অভিযান শুরু হয়।

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তুরিন আফরোজ। জামায়াতে ইসলামীর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনা করেন তিনি। পরে ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে ২০১৯ সালে প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

Link copied!