• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যারিস্টার কাজল গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৯:১৯ পিএম
ব্যারিস্টার কাজল গ্রেপ্তার
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কাজলের চেম্বারের জুনিয়র মারুফ ফাহিম।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার (৮ মার্চ) ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে একটি মামলা হয়। সে মামলায় এবারের নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজল, নাহিদ সুলতানা যূথীসহ ২০ আইনজীবীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৫ আইনজীবীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

Link copied!