• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

আজ খোলা থাকবে যেসব ব্যাংক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৩১ এএম
আজ খোলা থাকবে যেসব ব্যাংক
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন সহজ করতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো শুক্রবার (২৮ মার্চ) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে নির্ধারিত শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে সীমিত জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এবং অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী সময় আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে। এসময় জুমাতুল বিদার জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

নির্ধারিত ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে, যা সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে ঈদের আগে দুই দিন—শুক্রবার (২৮ জুন) ও শনিবার (২৯ জুন)—তফসিলি ব্যাংকের শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!