মালদ্বীপে বিভিন্ন পণ্য রপ্তানি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়ন ছাড়াও পর্যটন খাতে দেশটির বিদ্যমান অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুলশানে মালদ্বীপের রাষ্ট্রপতির বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক প্রধান উপদেষ্টা মোহামেদ আলী জানাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সালমান এফ রহমান বলেন, “উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোড়দার ও বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটনখাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। এছাড়াও দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিরও সুযোগ রয়েছে।”
এসময় মোহামেদ আলী জানাহ বলেন, “আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি। যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে।”
বাংলাদেশি কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন জানাহ।
সাক্ষাৎকালে উভয়ই দ্বিপাক্ষিক বাণিজ্যে-বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোড় দেন।