• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান চায় বাংলাদেশ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৯:৫৯ পিএম
‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান চায় বাংলাদেশ’
ছবি : সংগৃহীত

ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ। দেশ দুটির মধ্যে কোনো সংঘাত বাংলাদেশ চায় না। ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়ার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সাক্ষাৎকালে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় গাজায় ইসরাইলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানান এ কে আব্দুল মোমেন।

এদিকে, এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর আগে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

Link copied!