বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অকৃত্রিম বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বনানী কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চিফ অব পলিটিক্যাল স্কট ব্রান্ডন ও পলিটিক্যাল অফিসার ম্যাথুইউ বে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।