• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাসপোর্ট সূচকে একই অবস্থানে বাংলাদেশ-ফিলিস্তিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০২:৪৪ পিএম
পাসপোর্ট সূচকে একই অবস্থানে বাংলাদেশ-ফিলিস্তিন
বাংলাদেশি পাসপোর্ট। ছবি : সংগৃহীত

পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির সবশেষ প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম।  

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ৯৬তম অবস্থানে আছে উত্তর কোরিয়া। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে ফিলিস্তিন। ৯৮তম অবস্থানে আছে লিবিয়া ও নেপাল।

সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮২তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৫৮টি দেশ ভ্রমণ করতে পারেন। এছাড়া পাকিস্তানের অবস্থান ১০০তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

সূচকে প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ১৯৫টি দেশ ভ্রমণ করতে পারেন। এছাড়া সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ২৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

Link copied!