• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন’, খবরটি মিথ্যা : প্রেস উইং


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:১৪ পিএম
‘ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন’, খবরটি মিথ্যা : প্রেস উইং
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য। ছবি : ফেসবুক।

‘ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ’, ইন্ডিয়া টুডের দেওয়া তথ্যটি মিথ্যা ও বানোয়াট। ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশ কোনো ড্রোন মোতায়েন করেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট।”

পোস্টে আরও বলা হয়, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।”

Link copied!