খিলগাঁও থানার চার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার (৭ অক্টোবর) বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন দুপুর দুইটার পর কড়া পুলিশি পাহারায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এ সময় আদালত চত্বরে সাবের হোসেন চৌধুরীর শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন একদল লোক। বিকেল তিনটার দিকে যখন সাবের হোসেন চৌধুরীকে পুলিশি পাহারায় হাজতখানা থেকে এজলাসকক্ষে নেওয়া হচ্ছিল, তখন বহিরাগত কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এসময় তাকে মারধরের চেষ্টাও করা হয়।
এজলাসকক্ষে দেখা যায়, সাবের হোসেন চৌধুরীর মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট।