• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামিন নামঞ্জুর, কারাগারে এনএসআইয়ের সাবেক পরিচালক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৫:৫৮ পিএম
জামিন নামঞ্জুর, কারাগারে এনএসআইয়ের সাবেক পরিচালক
আদালত প্রাঙ্গণে মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাহাদুর হোসেন মনির নিহতের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন ৩ দিনের রিমান্ড শেষে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি স্বরণীর শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওইদিন তার বাবা আবু জাফরের মোবাইলে অপরিচিত একটি নম্বরে ফোন আসে এবং অপর প্রান্ত থেকে বলেন, মো. বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় বাহাদুর হোসেনকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ৩০ সেপ্টেম্বর বাহাদুর হোসেনের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।

Link copied!