• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীর্ষ সন্ত্রাসী-জঙ্গিসহ ৪৩ জনের জামিন, পলাতক ৯০০‍‍-এর বেশি আসামি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:৩৫ এএম
শীর্ষ সন্ত্রাসী-জঙ্গিসহ ৪৩ জনের জামিন, পলাতক ৯০০‍‍-এর বেশি আসামি

কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন, দেশের শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিসহ আলোচিত ৪৩ জন আসামি গণ-অভ্যুত্থানের পর জামিনে বের হয়ে গেছেন। এ ছাড়া এখনো পলাতক ৯০০ জনের বেশি। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষ ১৩টি মামলা করেছে বলে তিনি জানান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলার ঘটনা ঘটেছে। সে সময় একদিকে বন্দিরা যেমন পালানোর সুযোগ পেয়েছে অন্যদিকে অস্ত্র লুট ও হামলার ঘটনাও ঘটেছে।

কারাগা‌রা‌রের নিরাপত্তা ব‌্যবস্থা নি‌য়ে মঙ্গলাবার সংবাদ স‌ম্মেল‌নে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে কারা মহাপ‌রিদর্শক জানান, ছাত্র-অভ্যুত্থানের ঘটনায় দেশের ৫টি কারাগার থেকে ২ হাজারের বেশি বন্দি পালিয়েছে। এ ছাড়া কারাগারে হামলার ঘটনায় লুটকৃত ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি।

অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গিসহ আলোচিত ৪৩ জনকে কারা বিধি অনুযায়ী জামিনে মুক্তি দেওয়ার কথা জানান আইজি প্রিজন। সরকার পতনের পর সারা দেশে চলমান অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ৩৭ জন বন্দীর মধ্যে ৯ জনকে কারাকোড অনু্যায়ী ডিভিশন দেওয়ার কথাও জানিয়েছেন আইজি প্রিজন।  

কারা কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বি‌বেচনায় গুরুত্বপূর্ণ প‌দে পদায়‌নের পদ‌ক্ষেপ নেওয়া হ‌য়ে‌ছে। এ ছাড়া কারাগারের দায়িত্বে থাকা দুর্নী‌তিগ্রস্ত কর্মচারী-কর্মচারী‌দের বিরু‌দ্ধে তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা নেওয়া হবে।

Link copied!