ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্বের অন্তত ১১টি শহরের বায়ুর মান ঢাকার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এই তালিকায় থাকা শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক।
আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেওয়া বিশ্বের বড় শহরগুলোর লাইভ বায়ুর মানের তালিকায় দেখা গেছে, ৯৬ স্কোর নিয়ে ঢাকা রয়েছে ১২তম স্থানে। তালিকার প্রথম স্থানে থাকা বাগদাদের স্কোর ২১৭। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সল্ট লেকের স্কোর ১২।
তালিকার দ্বিতীয় স্থানে ১৫৩ স্কোর নিয়ে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। আইকিউ এয়ারের ওই তালিকায় এরপরের শহরগুলো হলো ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, কাতারের দোহা, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের লাহোর, আরব আমিরাতের দুবাই, চীনের হ্যাংজু এবং সৌদি আরবের রিয়াদ।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।
এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।