তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
এতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
এ সময়কালে অপর টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫৭-৫৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫-১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে। এ ছাড়া অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।