• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৫৭ এএম
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ওপর এখনো সক্রিয় মৌসুমি বায়ু। এই অবস্থায় দেশের তিন বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রয়েছে ভূমিধসের শঙ্কাও। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক ভারী বর্ষণের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও বুধবার সকাল ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Link copied!