• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবরকে ৮ বছরের সাজা থেকে খালাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০২:৫৬ পিএম
বাবরকে ৮ বছরের সাজা থেকে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত মামলায় পৃথক ধারায় ৮ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে খালাস দেওয়া হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন।

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

ওই মামলায় লুৎফুজ্জামান বাবরকে ৫ বছর ও ৩ বছরের কারাদণ্ড দিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন বাবর।

মোহাম্মদ শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরের করা আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। এর ফলে তিনি সাজা থেকে খালাস পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Link copied!