দলীয় নেতাকর্মীদের যে বার্তা দিয়েছে আওয়ামী লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:১৩ এএম
দলীয় নেতাকর্মীদের যে বার্তা দিয়েছে আওয়ামী লীগ

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বার্তা দিয়েছে ক্ষমতাচ্যুত দলটি। রোববার (১০ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেইজে এ বার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, 

  • আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা কোনোরকম নাশকতার ফাঁদে পা দেব না 
  • কাউকে পুলিশ বা র‍্যাব বা সেনাবাহিনী আটক করতে গেলেই সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেবেন। আশেপাশের সবাই তাকে উদ্ধারের জন্য চলে যাবেন 
  • কোনো অবস্থাতেই নিজের মোবাইলে কোনো তথ্য রাখবেন না 
  • পরিচিত সহযোদ্ধাদের নাম ভিন্ন নামে মোবাইলে সেভ করে রাখবেন 
  • সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কোড ওয়ার্ডে কথা বলবেন 
  • যেখানে জমায়েত হওয়ার কথা ছোট ছোট গ্রুপে মুভ করবেন 
  • বাধা আসলে পুলিশকে স্মরণ করিয়ে দেবেন তারা কাদের পক্ষ নিচ্ছে? 
  • যারা তাদের রাস্তায় ঝুলিয়ে মেরেছে? 
  • সেনাবাহিনীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না, তারা মিছিল মিটিং এ বাধা দেবে না⁩

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে তাকে হত্যার আজকের এই দিনে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর তা উত্তেজনা সৃষ্টি করেছে।

দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির শিরোনাম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত।

Link copied!