বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আলোচনাসভাসহ বর্ণাঢ্য র্যালির আয়োজন করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর র্যালি অনুষ্ঠিত হবে। আয়োজনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিবৃতিতে শনিবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় বাহাদুর শাহ পার্কের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সভা শেষে র্যালি বের করা হবে।
এদিকে, বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হবে। ঢাকা-৫ সংসদীয় আসনের ১৪টি ওয়ার্ডে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মিছিল ও আলোচনা সভা করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি। বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম শনিবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।