• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:৩৪ পিএম
বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল-৫-এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন

এ সময় নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানান স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

Link copied!