• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৯:৫৮ এএম
রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলে ‍‍`শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম; কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়; অবৈধ সরকার, মানি না মানবো না; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে‍‍` এসব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, "অবৈধ অসাংবিধানিক সরকার,ট্রাইব্যুনালে অবৈধ অসাংবিধানিক অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, ৭মার্চের দিবস বাতিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণ মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা বর্তমান অবৈধ সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে এসব অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ আপনাদের এসব সিদ্ধান্ত মানে না।”

এ সময় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মো. মুকিব মিয়া, নাবেদ আহমেদ নব, পরাগ প্রান্ত, শুভসহ শতাধিক নেতাকর্মী মিছিলে ছিলেন।

Link copied!