• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

চালককে ছুরিকাঘাতের পর অটোরিকশা ছিনতাই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০১:২২ পিএম
চালককে ছুরিকাঘাতের পর অটোরিকশা ছিনতাই

রাজধানীর বাড্ডা আদর্শ নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদ মিয়া (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। এসময় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আসাদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ভাড়াটিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। বর্তমানে তিনি বাড্ডা এলাকায় ভাড়া থাকেন।

আসাদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন বলেন, “সকালের দিকে বাড্ডা আদর্শ নগর ডাস্টবিনের পাশে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে জিজ্ঞেস করলে জানা যায়, কয়েকজন ছিনতাইকারী ওই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে আমি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কোনো হাসপাতালেই ওই যুবককে চিকিৎসা সেবা দেয়নি। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,“‘বাড্ডা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা যতটুকু জেনেছি ওই যুবকটি একজন সিএনজি চালক। ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ওই যুবক আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!