• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৪, ১০:৫১ এএম
রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করেছেন চালকরা। সোমবার (২০ মে) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে রামপুরা এলাকা অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয়েছে।

এর আগে রোববার (১৯ মে) মিরপুর এলাকায় দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় চালকদের।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আজ সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

Link copied!